রাজশাহীতে দুই শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে মানববন্ধন
রাজশাহীতে দুই শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে মানববন্ধন।
রাজশাহী শিক্ষা বোর্ড সচিব ড. মোয়াজ্জেম হোসেন ও রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের পরিচালক ড. কামাল হোসেন এবং
সহকারী পরিচালক আবু রেজা আজাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর (রোববার) বেলা ১১ টায় রাজশাহী মহানগরীর রেলগেট গোরহাঙ্গা মোড়ে (শহীদ কামারুজ্জামান চত্বর) উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভুখন্ড স্বাধীন বাংলাদেশ।
সেই মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কূটুক্তি করেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হোসেন।
অপরদিকে এমপিও ভুক্তির নামে অনিয়ম দুর্নীতি করে শত শত কোটি টাকা লোপাট করেন আঞ্চলিক শিক্ষা ভবনের পরিচালক ড. কামাল হোসেন ও
সহকারী পরিচালক আবু রেজা আজাদ। তাদের সেই লোপাটের সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ হয়।
সংবাদ প্রকাশের পর তারা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ব্যুরো প্রধান ফারুক আহমেদ তার বার্তা সম্পাদকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
উক্ত দুই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবসহ জাতীয় চারটি সাংবাদিক সংগঠনের জেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
এছাড়াও মানববন্ধনে সুশীল সমাজ ও বীর মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন।
শহীদ বীর মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে কূটুক্তিকারী শিক্ষা বোর্ড সচিব ড. মোয়াজ্জেম হোসেনকে
অবিলম্বে অপসারণসহ শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনের বক্তারা।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে চলবে বেনাপোল এক্সপ্রেস
অপরদিকে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের নামে মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাকারী আঞ্চলিক শিক্ষা ভবনের পরিচালক ও
সহকারী পরিচালককে অপসারণ ও দ্রুত মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় মানববন্ধনে।
এছাড়াও সাংবাদিক নেতারা মানববন্ধনে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুততার সাথে উক্ত কর্মকর্তাদের অপসারণ ও
মামলা প্রত্যাহার না করা হলে, বৃহত্তর আনন্দোলনে যাবেন তারা।
এমন সময় মানববন্ধনে অর্তকিত হামলা করেন সন্ত্রাসীবাহিনী। উক্ত দুই কর্মকর্তার ইন্দনে রফিকুল ইসলাম সহ অনেকজন এই হামলায় অংশ নেয়।
এ হামলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সরকার অনুমোদিত জাতীয় দৈনিক রূপালী দেশ প্রিন্ট পত্রিকার
রাজশাহী প্রতিনিধি রেজাউল করিমসহ ৫ জন দৈনিক পত্রিকার সাংবাদিক আহত হন।
২৪ ঘণ্টা খোলা থাকবে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত
রাজশাহীতে দুই শিক্ষা ক্যাডারের তারা পুলিশের সহযোগিতায় সেখান উদ্ধার হয়ে রামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় অভিযোগ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক রেজাউল করিম,
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন, রাজশাহী শাখার সভাপতি শাহিনুর রহমান সোনা, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজশাহী শাখার সহঃ সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির রাজশাহী কমিটির সাধারণ সম্পাদক সুমন হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান পাইলট, সাধারণা সম্পাদক সাগর নোমানী,
বীর মুক্তিযোদ্ধা অশিত কুমার মৃত, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন আহমদ দিলজিত, এডভোকেট জজ কোর্টের পিপি পূর্নীমা ভট্টাচার্যসহ
তার মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন সাগর প্রমুখ।
Pingback: বেনাপোলে সাড়ে ৯ লাখ টাকার পাথর উদ্ধার - দ্যা বাংলা ওয়াল
Pingback: ফুলবাড়ীতে আদর্শ কাপ ফুটবল টুনামেন্ট এর শুভ উদ্বোধন - দ্যা বাংলা ওয়াল