পুলিশ নিয়োগ স্বচ্ছ হয়েছে: আইজিপি
পুলিশ নিয়োগ স্বচ্ছ হয়েছে: আইজিপি। সেবাই পুলিশের ধর্ম। দক্ষ পুলিশ নিয়োগের মাধ্যমে সেই সেবাকে আরও তরান্বিত করা যায়।
ইতিমধ্যে পুরোনো পুলিশ নিয়োগ প্রক্রিয়া সংস্কার করা হয়েছে। এজন্য পুলিশে নিয়োগ স্বচ্ছভাবে হয়েছে
বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ আধুনিক দেশে পরিণত হবে। সেজন্য আমাদের দক্ষ ও আধুনিক পুলিশ বাহিনী প্রয়োজন।
কিন্তু মুহূর্তের মধ্যেই দক্ষ ও আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব না।
এজন্য সময়ের চাহিদা অনুযায়ী আইনশৃঙ্খলা মোকাবিলা করতে আমরা দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করেছি।
রাজশাহীতে গণপ্রকৌশল দিবস পালিত
সোমবার ৮ নভেম্বর দুপুরে নওগাঁ শহরের ডিগ্রির মোড়ে পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট এ্যান্ড ক্যাফের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশ বাহিনীর এখন লক্ষ্য দুটো। প্রার্থীদের মধ্যে থেকে সেরা মেধাবী ও ফিটনেস ছেলে-মেয়ে নির্ধারণ করা এবং
তাঁদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা।
এতে আমরা সর্বাধুনিক পুলিশ বাহিনী পেতে সক্ষম হব। সাতটি ফিজিক্যাল ধাপ অতিক্রম করে কনস্টেবল পদে স্বচ্ছতার সহিত নিয়োগ দেওয়া হয়েছে।
নড়াইলে গণপ্রকৌশল দিবস প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এমন শপিংমল চালু করা হবে জানিয়ে আইজিপি বলেন,
এই অঞ্চলের মানুষের জন্য এটি একটি উপহার। এই আধুনিক শপিংমলের মাধ্যমে সর্বাধুনিক জীবনযাত্রার স্পর্শ পাবে এই জেলার মানুষ।
পুলিশ নিয়োগ স্বচ্ছ হয়েছে: অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক হারুন অর রশীদ,
পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী এবং
সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন প্রমূখ।