একমাস ধরে নিখোঁজ স্কুল ছাত্রীর বাবা – মায়ের সংবাদ সম্মেলন
একমাস ধরে নিখোঁজ স্কুল ছাত্রীর বাবা – মায়ের সংবাদ সম্মেলন।
সিরাজগঞ্জের উল্লপাড়ার শ্রীফলগাতি গ্রামের ইউনুস আলীর কন্যা নেওয়ারগাছিা জহুরা মহিউদ্দিন বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী
ইয়াসমীন খাতুন (১৩) গত ৫ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে।
নিখোঁজের একমাস অতিবাহিত হলেও কোথাও কোন সন্ধান না পাওয়ায় ইয়াসমীনের পরিবারের পক্ষ থেকে বুধবার সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে নিখোঁজ ইয়াসমীনের মা রুপবান বেগম জানান, আমি গত চার বছর যাবত সৌদী আরবে কর্মরত আছি।
পাবনা বীর মুক্তিযোদ্ধা টিংকু’র শোক সভা ও দোয়া মাহফিল
একমাস ধরে নিখোঁজ বাড়ীতে আমার রিক্সা চালক স্বামী , কন্যা ইয়াসমীন ও একমাত্র পুত্র বসবাস করেন।
আমার মেয়ে ইয়াসমীন পাশর্^বর্তি শহীদের কন্যা মিলি খাতুনের সাথে ঘটনার দিন ৫ অক্টোবর উল্লাপাড়া যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়।
এরপর ফিরে আসেনি। অনেক খোজাখুজি করে না পেয়ে অবশেষে গত ২৫ অক্টোবর উল্লাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করি।
পাবনা বলরামপুর কমিউনিটি ক্লিনিক বিনামূল্যে টিকা দান
কিন্তু পুলিশ প্রাথমিক তদন্ত শেষে আর কোন পদক্ষেপ নেয়নি।
এ ব্যাপারে বান্ধুবী মিলিকে জিঙ্গাসাবাদ করা হলে উল্লাপাড়া পর্যন্ত যাওয়ার কথা স্বীকার করলেও ইয়াসমীনের খোজ দিতে পারছেনা।
এরপর থেকেই বান্ধুবী মিলি পলাতক রয়েছে। তাই প্রাথমিকভাবে বইয়াসমীনের ঘনিষ্ঠ বান্ধুবীকে সন্দেহ করছেন নিখোঁজ ইয়াসমীনের পরিবার।
নিখোজ মিলিকে উদ্ধারে সাংবাদিক ও প্রশাসনের উর্ধ্বত কর্র্তপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে নিখোঁজ মিলির বাবা ইউনুস আলী, মিলি নানা উপস্থিত ছিলেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: নড়াইলের চেয়ারম্যান প্রার্থী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা - দ্যা বাংলা ওয়াল
Pingback: ডিজেল পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি - দ্যা বাংলা ওয়াল