পাবনা বলরামপুর কমিউনিটি ক্লিনিক বিনামূল্যে টিকা দান
পাবনা বলরামপুর কমিউনিটি ক্লিনিক ৫০০ জনকে বিনা মূল্যে টিকা দেওয়া হয়।
সারা দেশে ক্লিনিক ভিত্তিক টিকা দান কর্মসুচিতে পাবনা সদর উপজেলা ৯ টি ইউনিয়নের ৪৩ টি কমিউনিটি ক্লিনিকে পযার্য় ক্রমে এ টিকা দেওয়া হয়।
৯ (নভেম্বর) মঙ্গলবার সদর উপজেলা ৪ টি ইউনিয়ন প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৫০০ জনকে টিকা দেওয়া হয়
এর আগে গত ৬ নভেম্বর ৫টা ইউনিয়ন এ টিকা দেওয়া হয়।
শার্শার বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর চাপে কোনঠাসা নৌকার প্রার্থীরা
এ সময় বলরামপুর টিকা দান কেন্দ্র পরিদর্শন করেন ডাঃ প্রসেন জিদ দত্ত।
টিকাদান কেন্দ্রে কাজ করেন CHCP মোঃ নাজমুল হোসেন, HA মোছাঃ ছালমা,HA মোঃ মোশারফ হোসেন।
রাজশাহীতে প্রেমিকার সামনে যুবকের আত্মহত্যা
পাবনা বলরামপুর কমিউনিটি ক্লিনিক এ সেচ্ছাসেবক হিসাবে কাজ করেন মোঃ সোহাগ, মোঃ আশিক, মোঃ মিথেন, মোঃ বাপ্পি, মোঃ ইমরান নাজির, মোঃ মারুফ।
এ ছাড়াও সাবেক ইউপি মহিলা কাউন্সিলর সাহানাজ পারভীন, মোঃ লাবু পরামানিক,মোঃ বক্কার পরামানিক, মোঃ মজিদ পরামানিক ও
সাংবাদিক শেখ তারেক রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Pingback: পাবনা বীর মুক্তিযোদ্ধা টিংকু'র শোক সভা ও দোয়া মাহফিল - দ্যা বাংলা ওয়াল
Pingback: একমাস ধরে নিখোঁজ স্কুল ছাত্রীর বাবা - মায়ের সংবাদ সম্মেলন - দ্যা বাংলা ওয়াল