নড়াইলে ২দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা ‘২২ উদ্বোধন
নড়াইলে ২দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা-২০২২ ( ১-২ নভেম্বর) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় বাংলা একাডেমীর সহযোগিতায় জেলা প্রশাসন, নড়াইল এর আয়াজনে
নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সাহিত্য মেলা-২০২২ শুরু হয়।
এ উপলক্ষে একটি আনন্দ র্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়।

নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন
পরে ঐ স্থানে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম।
নড়াইলে ২দিন ব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাদিরা খাতুন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম,
পৌর মেয়র আঞ্জুমান আরা, বাংলা একাডেমির উপ-পরিচালক আমরুল ইউসুফ।
নড়াইলে বিদেশগামী কর্মীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শাশ্বতী শীল,
বীরমক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা কালচারাল কর্মকর্তা মোঃ হায়দার আলী, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহীম আল মামুন ,
জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা লাইব্রেরিয়ান মোঃ তাজমুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু ,
মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ জেলা এবং উপজেলার কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



