কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু
কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু। সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো কালিগঞ্জ উপজেলার নাটুয়ারবেড় গ্রামের মোশারাফ হোসেনের মেয়ে মুক্তা (৫) ও
শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামের জিল্লুর রহমানের ছেলে আল আমিন হোসেন (৫)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামে।
রোজিনা নামে মিথ্যা মামলা প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
থানা ও পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, জয়নগর থেকে আল আমিন হোসেন পরিবারের সাথে তার খালার বাড়ি নাটুয়ারবেড় গ্রামে বেড়াতে আসে।
মঙ্গলবার দুপুরের দিকে খালার প্রতিবেশীর মেয়ে মুক্তার সাথে বাড়ির পাশ্ববর্তী পুকুর পাড়ে খেলা করার সময় আল আমিন ও মুক্তা পানিতে পড়ে যায়।
বন্ধু ভারতের বিপদে চার ট্রাক ওষুধ সামগ্রী পাঠাল বাংলাদেশ
পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে বেলা আড়াইটার দিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশু দু’টিকে দেখতে পায় প্রতিবেশীরা।
দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী উপ-পরিদর্শক সিহাবুল ইসলাম জানান, এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কালিগঞ্জে পুকুরে ডুবে মৃতদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: নোয়াখালীতে আরএফলের প্লাস্টিক ডিপোতে অগ্নিকান্ড - দ্যা বাংলা ওয়াল