নড়াইলে চিত্রা নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
নড়াইলে চিত্রা নদীতে চরেরঘাট এলাকায় গোসল করতে নেমে অনার্স পড়ুয়া ছাত্র আবির সিদ্দিক (২২) এর করুন মৃত্যু হয়েছে।
সোমবার(১০ আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় তার মরদেহ নদীর ওপারে পঙ্কবিলা জেলেপাড়া ঘাট এলাকা থেকে উদ্ধার করে ডুবুরীরা।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২টার দিকে চরের ঘাটেগোসল করতে নামে আবীর।
আত্রাইয়ে একটি পরিবারকে এক ঘরে রাখার অভিযোগ
সাতরে নদীর ওপারে গিয়ে আর ফিরে আসেনি।
৪ ঘন্টা খোজাখুজির পর না পেয়ে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে বিকাল সাড়ে চার দিকে
নদীর অপরপ্রান্তের পঙ্কবিলা জেলেপাড়া ঘাট থেকে মরদেহ উদ্ধার করে।
ফিরল ৮ মহিলাসহ ১৭ তাবলিগ জামাত সদস্য
নড়াইলে চিত্রা নদীতে ডুবে মৃত আবীর নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।
আলাদাতপুরের ব্যবসায়ী লিটন মন্ডল এর একমাত্র সন্তান ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলীর ভাতিজা।
/ শুস

Pingback: নওগাঁর মহাদবেপুর উপজেলায় মরিচ ক্ষেতে গাঁজার চাষ! - দ্যা বাংলা ওয়াল