প্রাইভেটকারের বক্সে মিললো ৫ লাখ মার্কিন ডলার
প্রাইভেটকারের দরজা ও গিয়ার বক্সে মিললো ৫ লাখ মার্কিন ডলার : আটক-২।
যশোরের শার্শা সীমান্ত থেকে ৫ লাখ মার্কিন ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
রবিবার গভীর রাতে শার্শার নাভারন-উলাশি সড়কের ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকার থেকে এ ডলার উদ্ধার করা হয়।
এ সময় প্রাইভেটকারে থাকা চাঁদপুর জেলার মতলব থানার খাগুড়িয়া গ্রামের আব্দুর রশিদ বেপারীর ছেলে হৃদয় মিয়া (২০) ও
কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮) কে আটক করা হয়। জব্দ করা হয়েছে প্রাইভেট কারটি।
বেনাপোলে স্কুল নির্মাণ ত্রুটিপূর্ণ অংশ ভেঙ্গে দিলো গ্রামবাসী
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান,
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে যশোর বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল নাভারন- উলাশি সড়কে
ঢাকাগামী একটি টয়োটা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চানানো হয়।
শ্রীপুরে অসচ্ছল বিধবা মহিলার পাশে স্কাউট সদস্যরা
এ সময় প্রাইভেটকারের দরজা ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫ লাখ মার্কিন ডলার আটক করা হয়।
প্রাইভেটকারের বক্সে মিললো যার আনুমানিক সিজার মূল্য চার কোটি ৪০ লাখ ৫ হাজার ৩শ‘ টাকা।
এ সময় হৃদয় মিয়া আশরাফুল ইসলামকে আটক করা হয়।
বিজিবি‘র প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে।
আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
Pingback: নড়াইল পৌরসভার হুরজাহান বেগমের পক্ষে শোভাযাত্রা - দ্যা বাংলা ওয়াল
Pingback: করোনা সংবাদ : পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে - দ্যা বাংলা ওয়াল